ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:২৪
অ- অ+

পরীক্ষার ডিউটি পালনে যাওয়ার পথে ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহত দুই পুলিশ সদস্য জয়ন্ত সরদার ও নাসিরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ক্যাম্পে কর্মরত।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে কালীগঞ্জের পিরোজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত নাসিরুল ইসলাম জানান, স্কুলের পরীক্ষার ডিউটি করার জন্য তারা দুজন মোটরসাইকেলে কালীগঞ্জে যাচ্ছিলেন। রাস্তায় পিরোজপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজ যশোর জেনারেল হাসপাতালে আসেন এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। ওসি জানান, জয়ন্ত সরদারের এক পা ভেঙে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছেন।

জয়ন্ত সরদার ও নাসিরুল ইসলাম কনস্টেবল পদে চাকরি করছেন এবং তারা মাগুরার বাসিন্দা। যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার আব্দুর রউফ জানান, জয়ন্তকে ঢাকায় রেফার করা হয়েছে। তিনি আশংকামুক্ত নন। নাসিরুল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা