গাজীপুরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৩:০৫

কার্যকর হওয়া নতুন সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

বুধবার সকাল থেকেই সড়ক নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ অবরোধ শুরু করে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী লোকজনসহ হাজার হাজার যাত্রী। আর এই সুযোগে অবৈধ ত্রিচক্র যান ও হালকা পরিবহন চড়া ভাড়ায় যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে দেখা যায়। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটে বা ভেঙে ভেঙে হালকা যানে চড়ে গন্তব্যে যান।

শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে তাদের এই আন্দোলন। যতদিন না পর্যন্ত আইন সংশোধন না হবে তাদের আন্দোলন চলবে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :