মহাবিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৬:৩৬| আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:১৩
অ- অ+

ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৫ রান। এখন দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৬ উইকেটে ৭৩ রান করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর ফিরেছেন ইবাদত হোসেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে আউট হন ইমরুল। ৪ রান করে ফিরেন তিনি।

দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।

২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। বল হাতে ভারতের উমেশ যাদব ৩টি, ইশান্ত শর্মা ৩টি ও মোহাম্মদ সামি ১টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ও ভারত।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বন্যার্তদের পাশে বিজিবি: ফেনীতে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা