সনদ ছিঁড়ে ফেলায় বগুড়ায় সেক্টর কমান্ডার্স্ ফোরামের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৭
অ- অ+

সম্প্রতি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসক শহীদুল্লাহ কায়সার শাহজাহান ভূঁইয়া নামে এক মুক্তিযোদ্ধার সনদপত্র ছিঁড়ে ফেলেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা জোড়ালো প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ এখন সারাদেশেই ছড়িয়ে পড়ছে। দ্রুত ওই চিকিৎসককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তুলেছে মুক্তিযোদ্ধা এবং তাদের বিভিন্ন সংগঠনগুলো। সেই ধারাবাহিকতায় সেক্টর কমান্ডাস্ ফোরাম-মুক্তিযোদ্ধার ৭১ বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রবিবার সকালে ওই সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিটির সভাপতি খন্দকার রেজাউল আলম মো. বেলাল, কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ছাইদুজ্জামান তারা, জেলা কমিটির সহ-সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, এনামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, যুগ্ম সম্পাদক নাজমুল হক খান, নুরুজ্জামান মন্টু, ফেরদৌস আলম, সিপিবি বগুড়া জেলা সভপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, রফিকুল ইসলাম লাল, কৃষক সমিতির সভপতি সন্তোষ কুমার পাল, যুব মহিলালীগের সভাপতি লাইজিন আরা লিনা, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, শিশু সংগঠক আব্দুল খালেক, জিএম পারভেজ ড্যারিন, শামীম আহম্মেদ, যুব মহিলা লীগ নেত্রী হাসনা হীরা, কেএম আব্দুল হান্নান, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাসুদা রহমান রানা, মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভিজিট করতে এসে রোগীর ফাইলে মুক্তিযোদ্ধা সনদ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই চিকিৎসক এবং সনদটি ছিঁড়ে ফেলেন। যা সমগ্র মুক্তিযোদ্ধাদের অপমান করার সামীল।

বক্তারা আরোও বলেন, চিকিৎসার বদলে ওই মুক্তিযোদ্ধাকে চরম অপমান করা হয়েছে। অবিলম্বে ডা. কায়সারকে গ্রেপ্তার করা না হলে সারাদেশে মুক্তিযোদ্ধারা একযোগে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। মুক্তিযোদ্ধাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এর যথাযথ বিচার প্রার্থনা করেন তারা।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা