যশোরে নসিমনের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২
অ- অ+

যশোরে নসিমনের ধাক্কায় মারা গেছেন কমর উদ্দিন (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষক। ঝিকরগাছা উপজেলার মহেশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কমর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত কমর উদ্দিন মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া মাদ্রাসার শিক্ষক।

নিহতের ছেলে তানভির আহমাদ জানান, আমার পিতা কমর উদ্দিন সকালে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর বাজারে আসেন। সেখানে মোটরসাইকেলে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হলে তাকে বাঁকড়ার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক অমিয় দাশ কমর উদ্দিনকে মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম এসব খবর নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা