খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:০৯
অ- অ+

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল নগরীর মুরাদপুর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সমাবেশ করে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহসভাপতি ফোরকান উদ্দিন রিজভী, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন, আজম খান ও এম ইলিয়াছ আলী।

ফখরুলের হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা নুর উদ্দীন নুরু, আবু সাঈদ, নিজাম উদ্দিন লিটন, সাঈদ আমান রানা, মোবারক হোসেন শিহাব, আবদুস সাত্তার, মো. সেকান্দর রানা, আবু তৈয়ব জুলুস, জানে আলম, সেলিম উদ্দিন, এম শাহজান সাহিল, মো. শাহজাহান খান, আহসানুল করিম রাজন, মো. জাবেদ, আব্দুল শুক্কুর, শাওকত হোসেন ভূঁইয়া, আইয়ুব মেম্বার, দিদারুল আলম, মিদুল বড়ুয়া, কামাল উদ্দিন, নাসির উদ্দিন, ফিরোজ খান, আজাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে

ব্যর্থ হয়ে দখলদার সরকার রাষ্ট্রীয়যন্ত্র ব্যবহার করে হয়রানি করছে। দেশের জনগণ যখন গর্জে উঠবে তখন আপনাদের পালাবার পথ পাবেন না। মনে রাখবেন ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। অবিলম্বে দেশমাতা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ারমুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। আর গণতন্ত্র মুক্ত হলে এ দেশের মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা