খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৫
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে রাজধানীতে এই মিছিলে নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দু্ল কাদের ভুঁইয়া জুয়েল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে শুরু থেকেই ঢিলেঢালা কর্মসূচি করে আসছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

থেমে থেমে এসব কর্মসূচি পালিত হলেও সম্প্রতি মূল দল বিএনপি ও অঙ্গ সংগঠন আবারো কর্মসূচি নিয়ে মাঠে নামছে। জিয়া চ্যারিটেবল মামলায় জামিন শুনারিকে ঘিরে ঘোষিত এসব কর্মসূচিতে শীর্ষ নেতারাও অংশ নিচ্ছেন।

স্বেচ্ছাসেবকদলের দলের নেতাকর্মীরা শান্তিনগর এলাকায় মিছিল করেন। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা অবিলম্বে খালেদ জিয়ার মুক্তি দাবি করেন এবং সরকারের সমালোচনা করে নানা স্লোগান দেন।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা