কুবিতে নীল দলের প্যানেল ঘোষণা

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল (নীল দল)’। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের স্বাক্ষরে নির্বাচনের সবকটিতে একজন করে ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নীল দলের হয়ে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখ, সহসভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলহাস মিয়া, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক নির্বাচন করবেন।

প্যানেলে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন যথাক্রমে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন চন্দ্র মজুমদার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক নাসির হুসেইন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ নির্বাচন করবেন।

১৫ সদস্যবিশিষ্ট এ কার্যকরী পরিষদের নির্বাচনে নীল দলের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন বাংলা বিভাগের অধ্যাপক জিএম মনিরুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শামিমুল ইসলাম, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান।

১১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সপ্তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

অবন্তিকার আত্মহত্যা: এবার প্রশাসনকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

চবি উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের

জবি শিক্ষার্থী মীমের অভিযোগের তদন্ত চলছে: ডিবি প্রধান

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :