কেরানীগঞ্জে কারখানায় আগুন

ঢাকার অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি প্লাস্টিকের ওয়ানটাইম প্লেট তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিস ডিফেন্সের সদর দপ্তরের লিডার আজাদ ঢাকাটাইমসকে বলেন, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে চুনকুটিয়ার একটি ওয়ানটাইম প্লেট তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সেখানে আমাদের ১০টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএ/জেবি)

মন্তব্য করুন