সিরাজদিখানে বাস-ইজিবাইকের সংঘর্ষ, আহত ৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:১৫| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৭
অ- অ+

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতু সংলগ্ন ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মাওয়া থেকে ঢাকাগামী দোলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৬২১৩) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের রড ওভারটেক করে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ তিনজন ও বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসাড়া হাইওয়ে থানার এসআই সঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেন পরিবর্তন ও সাইনবোর্ড না লাগানোর কারণে মাওয়া হতে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের রড ওভারটেক করে ইজিবাইকের সাথে মুখমুখী সংঘর্ষ হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা