কলেজের নির্মাণ কাজে দুর্নীতি: যুবলীগ নেতাসহ দুজনের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৫
অ- অ+

রাজধানীর মিরপুরস্থ ঢাকা মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন পকল্পের নির্মাণ কাজে দুর্নীতির মামলায় এম আয়নাল আহমেদ (৪৯) নামে এক ঠিকাদারসহ দুইজনকে কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ঠিকাদার আয়নাল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিয়া এন্টার প্রাইজের মালিক এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সদস্য। এছাড়াও তিনি মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিক ছিলেন। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

দণ্ডিত অপর আসামি মো. আসাদুজ্জামান (৪৭) পলাতক আছেন। তিনি ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ও পাবনা জেলার ইশ্বরদী থানার নতুন রূপপুর গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। আদালত তাকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন।

এদিকে রায়ে মোজ্জাম্মেল মজুমদার নামে অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায়ে আদালত দুর্নীতির ৮ লাখ ৭৬ হাজার ২৭০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে এম জয়নাল আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় বলা হয়, রাজধানীর মিরপুরস্থ ঢাকা মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন পকল্পের ঠিকাদারী কাজ পায় আসামি আয়নাল আহমেদের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিয়া এন্টার প্রাইজ ২২ লাখ ৮০ হাজার টাকায় ২০১৩ সালের ২৬ জুন কাজ পায়। কাজ শেষে প্রকৌশলী আসাদুজ্জমানের সুপারিশে ২২ লাখ ৭৯ হাজার ২৭ টাকা ওই বছর ২১ আগস্ট তুলে নেন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তদের প্রকৌশলী নিয়ে দুদক টিম কাজটি সরেজমিনে পরিমাপ করে। সেখানে কাজের মূল্য ১২ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকা পাওয়া যায়। সঙ্গে ইলেকট্রিক্যাল কাজ বাবদ ১ লাখ ৪৯ হাজার ৪১১ টাকা ১৮ পয়সা পাওয়া যায়। এতে প্রকল্পে মোট ব্যয় দাঁড়ায় ১৪ লাখ ২ হাজার ৭৫৬ টাকা ২৮ পয়সা। তাই গণপূর্ত অধিদপ্তরের সুপারিশে অবশিষ্ট ৮ লাখ ৭৬ হাজার ২৭০ টাকা দুর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক ২০১৫ সালের ৭ মে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা