চাটমোহরে ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩
অ- অ+

পাবনার চাটমোহরে একেবি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা এবং চুল্লির আগুনে গাছের খড়ি ব্যবহার করে ইট পোড়াচ্ছিল যৌথ মালিকানায় পরিচালিত একেবি ব্রিক ফিল্ড (ইট ভাট) নামে ওই ইট ভাটার মালিকরা। গোপনে সংবাদটি জানতে পেরে দুপুরে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালান এসিল্যান্ড ইকতেখারুল ইসলাম। এ সময় ইকবাল হোসেন এবং খাইরুল ইসলাম নামে দুই মালিককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত খড়ি পোড়ানোর সত্যতা পেয়ে এবং লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনা করার অভিযোগে আটক ভাটা মালিকদের দেড় লাখ টাকা জরিমানা এবং বেশ কয়েক মণ খড়ি জব্দ করেন। পরে মুচলেকা ও জরিমানার টাকা দিয়ে মুক্ত হন দুই ভাটা মালিক।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা