ঢাকায় বিএনপির বিক্ষোভ আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে সমাবেশের অনুমতি না পয়ে মঙ্গলবার ঢাকার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আজকে (গতকাল) গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। কিন্তু সরকার দিনটিকে এমনভাবে ভয় পেয়েছে, গণতন্ত্র হত্যা দিবসে বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে দিচ্ছেন না। এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় সমাবেশ করতে পারেনি দলটি।
পরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে পোশাকে-সাদা পোশাকে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ। দেশ যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন-তখন যেকোনো স্থানে সমাবেশ করতে পারে তারা। অথচ ভিন্নমতের মানুষের সে অধিকার নেই। পরে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এমআর

মন্তব্য করুন