পা দিয়ে লিখে জেডিসি পাস

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ২২:০৫
অ- অ+

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ের আঙ্গুলের ফাঁকে কলম রেখে পরীক্ষা দেয়া কিশোর রাসেল ৩.৩৯ পেয়ে জেডিসি পাস করেছে। সে সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে।

প্রতিবন্ধী রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ও মনোবল দেখে হাল ছাড়েনি রাসেলের বাবা-মা।

রাসেলের মা লাভলী বেগম জানান, তার দুটি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এই ছেলের বেঁচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ছেলেটির হাত ও পা না থাকা সত্ত্বেও ছোট্ট একটি পা দিয়ে লিখে পরীক্ষায় পাস করা তার অদম্য স্পৃহা সবাইকে মুগ্ধ করেছে। তার জন্য একটি হুইল চেয়ার ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তার লেখাপড়ার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা