নেত্রকোণায় আ.লীগ নেতার কার্যালয় ভাঙচুর

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ১৮:২৪
অ- অ+

নেত্রকোণায় আওয়ামী লীগের এক নেতার কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাতে কেন্দুয়া পৌর শহরের কোর্ট রোডে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরীর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেন যুবলীগের নেতাকর্মীরা।

হুমায়ূন কবীর চৌধুরীর অভিযোগ করে বলেন, সম্মেলনে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রতিপক্ষ তৈরি হয়। এরই জেরে রাতে কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপুলের নেতৃত্বে ৩৫-৪০ জন হামলাকারী। অফিসে থাকা চেয়ার টেবিল, আলমিরা, টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন।

উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, যুবলীগের কিছু নেতাকর্মী এই ভাঙচুর করেছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হুমায়ূন কবীর চৌধুরী এখনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, হুমায়ূন কবীর চৌধুরী ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে হেরে যান। জয়ী হন পৌরসভার মেয়র আসাদুল হক ভুইঁয়া।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ডিবির অভিযানে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম গ্রেপ্তার
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক 
প্রথমবার আইসিসির মাসসেরা হলেন মিরাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা