উচ্ছিষ্ট খেয়েও আত্মহারা

রেজাউল করিম, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৪
অ- অ+

দুপুর পৌনে ১২টা। কুয়াশা তখনও কাটেনি। এমন সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর রোড সংলগ্ন বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় রোডে দেখা মিলল ৪৫ বছর বয়সী একজন অচেনা মানুষের। ঢাকাটাইমসের ক্যামেরায় মঙ্গলবার ধরা পড়ল মানুষটির করুণ চিত্র।

রাস্তার নর্দমায় বসে অচেনা মানুষটি খুলছে ব্যাগ ভর্তি ফেলে দেয়া নষ্ট খাবার। হয়ত কেউ অনুষ্ঠানে নষ্ট হওয়া অবশিষ্ট খাবার বস্তাবন্দি করে ফেলে রেখে গেছেন। খাবার দেখে মানুষটি অনেকটাই আনন্দে আত্মহারা। মাথা নিচু করে বস্তা ছিঁড়ে খাবার বের করছে আর খুঁজছে মাংসের অংশ বিশেষ। দেখে মনে হচ্ছে, অনেকদিন ধরেই ভালো খাবার মুখে উঠছে না তার।

মাংসের খোঁজে ধীরে-ধীরে পুরো বস্তাটা ছিঁড়ে ফেললেন তিনি। পঁচা খাবারের মাঝেও তিনি যে তৃপ্তি খুঁজে পেলেন সেটি পথচারীদের দৃষ্টি কাড়ে। পেটপুরে যখন খাওয়া শেষ এমন সময় তাকালেন ক্যামেরার দিকে। মাথা ঘুরিয়ে অন্যদিকে মুখ করে বসলেন। কাছে গিয়ে নাম জিজ্ঞেস করায় নিচুস্বরে উত্তর দিলেন আওয়াল। বাড়তি কথা বলতে চাইলেন না।

এই আধুনিকতার আশ্রয়ে যেখানে সবপেশার মানুষ, সেই সময়ে ফেলে দেয়া খাবার খাওয়ার এমন দৃশ্য বিবেককে নাড়া না দিয়ে পারে না।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা