যশোরে ছয় মাদকসেবীকে কারাদণ্ড

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ০৯:৫৮
অ- অ+

যশোরে ছয় মাদকসেবীকে আটকের পর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় যশোর শহরের মাড়োয়ারি মন্দিরের পাশে পতিতাপল্লীর সামনে একটি বাংলা মদের দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, শহরের নাজির শংকরপুরের কুতুব উদ্দিনের ছেলে বাহাউদ্দিন (১৮), হাসেম আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ধর্মতলার মৃত ওমর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০), মজনু বিশ্বাসের ছেলে শরিফুল (৪১), বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ছবেদ আলীর ছেলে আইয়ুব আলী (৩২) এবং মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের এখলাক শেখের ছেলে রুবেল শেখ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, আদালত অভিযানকালে দেখতে পান, ওই ছয় ব্যক্তি অনুমতি ছাড়াই বাংলা মদ সেবন করছেন। তাদের আটক করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন দিন করে জেল দেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মী ও পুলিশ সদস্যরা ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ পাঠাবেন যেভাবে
মাইলস্টোন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার: আইন উপদেষ্টা
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা