যান্ত্রিক ত্রুটির কবলে বিমান, ২৫ মিনিট আকাশে উড়ে চট্টগ্রামে ফিরে এলো

কারিগরি ত্রুটির কারণে ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে গেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার কথা ছিল।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল। পাইলট ২৫ মিনিট আকাশে উড়ে আবার চট্টগ্রাম ফিরেছে। বিজি-১৪৮ কারিগরি ত্রুটির কারণে মাঝপথ থেকে ফেরত গেছে চট্টগ্রাম বিমানবন্দরে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল।
৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।
(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

মন্তব্য করুন