ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে আসমতি বেওয়া নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমতি বেওয়া ফুলতলা গ্রামের রওশন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, শীত থেকে বাচঁতে আগুন পোহাতে বসেন বৃদ্ধা আসমতি বেওয়া। অসাবধানতায় তার কাপড়ে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে বৃদ্ধার শরীর ঝলসে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসক ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি মারা যান।
বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আসলাম জুয়েল।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় ৪১ হাজার কম্বল ও ১০ লাখ টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হলেও গ্রামের নিম্ন আয়ের মানুষজনের কাছে কোনো কম্বল পৌঁছেনি। তাই নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, জেলা প্রশাসন তাদের মাত্র ২৬০ পিস কম্বল দিয়েছে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএল/জেবি)

মন্তব্য করুন