আদমশুমারিতে যোগ হবে গৃহগণনা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৪১
অ- অ+

দেশের ৬ষ্ঠ আদমশুমারিতে প্রথম যোগ হবে গৃহগণনা কার্যক্রম। দেশব্যাপী আদমশুমারির এ গণনা কাজ আগামী বছর ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আদমশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষে চট্টগ্রামের সার্কিট হাউজে আয়োজিত বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

তিনি জানান, ছয় মাসের বেশি সময় যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের এ শুমারির আওতায় প্রবাসী হিসেবে আনা হবে।

সচিব জানান, গত ২৯ অক্টোবর ২০১৯ একনেক সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) 'জনশুমারি ও গৃহগণনা ২০২১' শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়। এর জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা। এবারের শুমারিতে দেশের সকল জনগণ ও প্রবাসীসহ গৃহের সংখ্যা জানা যাবে।

সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পরিসংখ্যান অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

প্রসঙ্গত, সর্বশেষ বিবিএসের আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালের হিসাব মতে দেশে মোট জনসংখ্যা ছিল প্রায় ১৪ কোটি ৪০ লাখ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা