মাগুরায় তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট ময়দানে তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। শনিবার সকালে মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের সহযোগিতায় এ মেলার উদ্বোধনী উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।

বক্তারা জানান, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যে কারণে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, যা অতীতে কোন সরকার করেনি। বর্তমান সরকার মনে করে কৃষি উন্নয়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :