বইয়ের একটি পাতা উল্টাতেই লাগে ৬ জন!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৮
অ- অ+

ছবির মতো সুন্দর, সাজানো একটি ছোট্ট গ্রাম। উত্তর হাঙ্গেরির এই গ্রামে সাকুল্যে ৩০০ লোকের বাস। এই গ্রামেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বই। বইটি লম্বায় ৪.১৮ মিটার (প্রায় ১৪ ফুট) আর চওড়ায় ৩.৭৭ মিটার (প্রায় সাড়ে ১২ ফুট)।

বইটিতে রয়েছে মোট ৩৪৬ পৃষ্ঠা। এটির ওজন ১ হাজার ৪২০ কেজি। এর এক একটি পাতা উল্টাতে লাগে অন্তত ৬ জন।

এই বইটি তৈরি করেছেন উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রির বাসিন্দা ৭১ বছরের বেলা ভার্গা। কী রয়েছে এই বিশাল আকারের বইটিতে? বইটিতে লেখা রয়েছে এলাকার বায়ুমণ্ডল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলির কাঠামো ও অবস্থান, ভূখণ্ড সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি।

বেলা জানান, শুধুমাত্র এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলিও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে।

ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা