হাতিয়ায় এসএসসিতে প্রক্সি, একজনের সাজা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে জিহাদ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জিহাদ উদ্দিন উপজেলার সোনাদিয়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার কেএসএস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল জিহাদ হোসেন। এ সময় তাকে দেখে দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। তখন বুঁড়িরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল মাহমুুদের পরিবর্তে জিহাদ প্রক্সি পরীক্ষা দিচ্ছে বলে স্বীকার করলে তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকালে আটক জিহাদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :