তাহিরপুরে তাবলিগের দুই পক্ষের সমঝোতা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচিত তাবলিগ-জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের বিরোধের সমাধান হয়েছে আলোচনার মাধ্যমে। গত রবিবার রাত ৯টায় বাদাঘাট পুলিশ ফাঁড়িতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও এ দুই পক্ষের লোকদের আলোচনার মাধ্যমে এ বিরোধ সমাধানের পথ বের করা হয়েছে।

এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা ও মতামত শেষে সিদ্ধান্ত হয়, তাহিরপুরে একক থানা মার্কাজ বাদাঘাট জামে মসজিদ এবং প্রধান জিম্মাদার মাঈনুদ্দীন সাহেবের অনুমতি ছাড়া কোনো মসজিদে জামাত প্রবেশ করতে পারবে না।

এ সময় এ দুই পক্ষসহ সকল স্তরের লোকদের সিদ্ধান্তটি মেনে আইনশৃঙ্খলা রক্ষা করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের খবর রাখছে। এরই ধারাবাহিকতায় তাহিরপুরের তাবলিগ জামাতের বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেছি।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :