চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৩
অ- অ+

চট্টগ্রামের সর্ববৃহৎ পার্কভিউ হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির দ্বিতীয়বর্ষ পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাসপাতালটি মাসব্যাপী সবধরনের পরীক্ষায় ৩০% ছাড় দিচ্ছে।

এ আয়োজনে ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে আগত প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন।

এ আয়োজনে উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্কভিউ হাসপাতালের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নগরীর প্রয়োজনে আরো কার্যকরী ও অত্যাধুনিক সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।’

হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট মূর্তুজা রেজা ছিদ্দিক চোধুরী উপস্থিত সবাইকে এবং পার্কভিউর উপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- পার্কভিউ হাসপাতারের ম্যানেজিং ডিরেক্টর এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু হেমাটোঅনকোলজি বিভাগীয় প্রধান একেএম রেজাউল করিম, পার্কভিউ হাসপাতালের ফাইনেন্স ডিরেক্টর ডা. ইউসুফ, ন্যাশনাল হসপিটাল চট্টগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর আবু নাছের প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা