টিসিবির ৩৭ মণ পেঁয়াজ আত্মসাতের চেষ্টায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১
অ- অ+

টিসিবির গুদাম থেকে কমমূল্যে পেঁয়াজ খোলা বাজারে বিক্রি না করে কারওয়ান বাজারে বিক্রির চেষ্টার সময় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় প্রায় দেড় হাজার কেজি (৩৭ মণ) পেঁয়াজ ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আসাদুজ্জামান ও হুমায়ুন কবির।

ট্রাক ভর্তি পেঁয়াজ খোলা বাজারে বিক্রির কথা থাকলেও চক্রটি বেশি দামে কারওয়ান বাজারে বিক্রি করছিল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকাটাইমসকে জানান, বৃহস্পতিবার সকালে টিসিবির নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ খোলাবাজারে কম মূল্যে পেঁয়াজ বিক্রির জন্য ৬৬ বস্তা সংগ্রহ করেন। যা সচিবালয়ের সামনে বিক্রি করা কথা ছিল। কিন্তু নির্ধারিত পয়েন্টে বিক্রি না করে রাতে পেঁয়াজের ট্রাকটি কারওয়ান বাজারে বেশি দামে বিক্রি করতে নেওয়া হয়। এমন খবরে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে এক হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ জব্দ করে।

মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, টিসিবি থেকে পেঁয়াজসহ বেশকিছু পণ্য কমমূল্যে খোলাবাজারে বিক্রির জন্য সংগ্রহ করে তা মজুদ করে রাখা হয়। পরবর্তী সময়ে দাম বাড়িয়ে তা বিক্রি করা হয়। এমন অভিযোগের ব্যাপারে র‌্যাবের নজরদারি রয়েছে। এই ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা