দিল্লির ঘটনা জাতীয় লজ্জা: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬
অ- অ+

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলকে কেন্দ্র করে দিল্লিতে দাঙ্গার ঘটনাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার দিল্লির দাঙ্গার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দেন প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধী, মনমোহন সিং-সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

স্মারকলিপি দেওয়ার পরে রাষ্ট্রপতি ভবনের বাইরে উপস্থিত সাংবাদিকদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘গত চার দিন ধরে দিল্লির বুকে যে তাণ্ডব চলেছে, তা ভীষণ উদ্বেগের। দাঙ্গায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় দু’শ বেশি মানুষ আহত হয়েছে। এই ঘটনা জাতীয় লজ্জা।’

তিনি আরো বলেন, দিল্লিতে হিংসা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ।

কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন, দেশের নাগরিকের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষায় সুনিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছে।

দিল্লিতে দাঙ্গা বন্ধে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ দাবি করেন তিনি।

দাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সিনেটররা। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আমরা যেন সত্যি কথাটা বলতে পারি। শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপরে চড়াও হওয়া কখনোই মেনে নেওয়া যায় না।’

এছাড়া বুধবার দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিধানসভায় এক ভাষণে বলেন, ‘এখন দিল্লিতে দুটি বিকল্প রয়েছে, মানুষকে এক হয়ে পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, নাহলে তারা একে অন্যকে আক্রমণ এবং মারবে। মৃতদের স্তপের ওপরে আধুনিক দিল্লি তৈরি সম্ভব নয়। ঘৃণা, সংঘর্ষ, ঘরবাড়ি জ্বালানোর রাজনীতি বরদাস্ত করা যাবে না।’

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা