মাগুরায় শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৬

মাগুরায় শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

এতে অংশ নেন তিনটি গ্রুপে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ১২টি দলে ১২০ জন শিল্পী। এর মধ্যে প্রাথমিকে শালিখার আড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে শালিখার সিংড়ার সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজ পর্যায়ে শ্রীপুর সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে। আগামী ৫ মার্চ খুলনায় বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে তারা।

প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা রনজিৎ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চায় উৎসাহিত করতে মাগুরায় উপজেলা ও জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :