অর্ধেক হচ্ছে আইপিএলের পুরস্কার মূল্য

এগিয়ে আসেছে এবারের আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে সব ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে, এবারের পুরস্কার মূল্য কমানো হচ্ছে।
খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গতবারের পুরস্কার মূল্যের থেকে এবারের পুরস্কার মূল্য কমে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ কোটির পরিবর্তে আইপিএল-এর চ্যাম্পিয়ন দল এবার পাবে ১০ কোটি ভারতীয় রুপি।
বিসিসিআই জানিয়েছে, ‘খরচ কমানোর জন্য পুরস্কার মূল্য নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এবার চ্যাম্পিয়ন দল ২০ কোটির পরিবর্তে পাবে ১০ কোটি। রানার্স আপ টিম সাড়ে ১২ কোটির বদলে পাবে সওয়া ছয় কোটি ভারতীয় রুপি।’
শেষ চারে যাওয়া বাকি দু’টি দল পাবে চার কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপি করে। বিসিসিআই এর এক কর্তা বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় রয়েছে ওদের। সবদিক ভাবনা চিন্তা করেই পুরস্কার মূল্য কমানোর কথা ভাবা হয়েছে।’
(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন