বান্ডিলের ওপরে নিচে সৌদি রিয়াল দিয়ে মুদ্রা প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৭:১৫

রাজধানীর অভিজাত এলাকার রাস্তায় বিক্রি হতো সৌদি রিয়াল। কম দামে পেয়ে এসব রিয়াল কিনেও নিতেন অনেকে। পরে রিয়ালের বান্ডিল খুলে দেখা যেত প্রথম ও শেষের নোট বাদে বাকিগুলো নোটের সমান সাদা কাগজ। এভাবেই মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। দামি গাড়ি টার্গেট করে দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিল।

গত মঙ্গলবার রাতে মহাখালী কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- সেন্টু মুন্সি ও দেলোয়ার মোল্লা।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন ঢাকা টাইমসকে জানান, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে টার্গেট করে রিয়াল বিক্রি করত। কম দামে বিদেশি টাকা পেয়ে অনেকে তাদের ফাঁদে পা দিতেন।

তিনি বলেন, ‘মানুষের বিশ্বাস অর্জন করতে চক্রের সদস্যরা প্রথমে তাদের হাতে থাকা বৈদেশিক মুদ্রার বান্ডিল দেখাত। কম টাকায় বান্ডিল কেনার পর থলে খুলে ভিতরে মিলত ওপরে ও নিচে কয়েকটা রিয়াল বাদে বাকিগুলো সাদা কাগজ।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম অভিযান চালিয়ে দুই প্রতারণকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একশ সৌদি রিয়াল সমমানের বৈদেশিক মুদ্রা এবং কাগজ দিয়ে বানানো ভুয়া বৈদেশিক মুদ্রার বান্ডিল জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :