চল্লিশ দিনের নামাজে সাইকেল পেল ৫১ শিশু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২০, ১৯:১৩

নওগাঁর রাণীনগরে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ৫১ জন শিশুকে সাইকেল দেয়া হয়েছে। সোমবার বিকালে উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের প্রবাসী উজ্জ্বল হোসেনের উদ্যোগে ও অর্থায়নে এসব সাইকেল দেয়া হয়।

উজ্জ্বল হোসেনের বাবা লুৎফর রহমান জানান, পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত অংশগ্রহণ করার জন্য আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় তার ছেলে উজ্জ্বল হোসেন।

স্থানীয় গুয়াতা গ্রামের আনোয়ার হোসেন, আব্দুর রহিম, গোলাম মো. খোকা, মাহবুব রহমান ও রবিউল সরদারের সার্বিক সহযোগিতায় এসব সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকুজ্জামানের উপস্থাপনায় এবং উজ্জ্বলের বাবা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- আটনিতা জামে মসজিদের ইমাম হারুনুর রশিদ, গুয়াতা সরদারপাড়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা, উত্তরপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মেহেদি হাসান, কুঞ্জসাইল জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :