মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে আইসিটি আইনে সাংসদের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৮:৫৭
অ- অ+

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। সম্প্রতি গ্রেপ্তার বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার সঙ্গে তাকে জড়িয়ে সংবাদ পরিবেশন করায় এই মামলা হয়েছে।

সোমবার দিবাগত রাতে ডিএমপির শেরে বাংলা নগর থানায় মামলাটি করা হয়। মামলায় ৩২ জনকে আসামি করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাতে শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে। মামলা নং ১৯। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে।

মামলায় সাংসদ উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অনলাইন মাধ্যমে মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করায় তার মানহানি হয়েছে। এজন্য তিনি থানায় মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা