ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নোবিপ্রবি শিক্ষার্থীদের

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২১:০৬| আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:০৭
অ- অ+

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস আতঙ্কে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানান তারা।

রবিবার বিকাল ৫টায় শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে বেলা ২টায় সব বিভাগের ক্লাস প্রতিনিধিরা একত্রিত হয়। সেখানে দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের প্রায় প্রত্যেক জায়গায় আমরা অবস্থান করি। আমাদের সবারই জানা করোনা বাতাসের চেয়ে বেশি বেগে সংক্রামিত হয়। এবং এর ফলাফল কেমন হতে পারে তা আমরা প্রায় সবাই দেখেছি। ক্যাম্পাসের দুয়েকজনের এই সমস্যা হলে তা সবার মাঝে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। প্রশাসন তখন বন্ধ ঘোষণা করলে তা আরও ভয়ানক হবে। কারণ তখন ছাত্র-ছাত্রীরা তাদের ঘরে নিয়ে যাবে ভাইরাস।

এর আগে শনিবার ক্যাম্পাস বন্ধের দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিজেদের দাবি উপস্থাপন করে তারা। এই ব্যাপারে প্রশাসনের কোনো সিদ্ধান্ত না আসায় নিজেদের মহামারি থেকে রক্ষা করতে ক্লাস প্রতিনিধিরা একত্রিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা