রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দাউদ আলী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দাউদ আলী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কূটনীতিক হিসেবে দাউদ আলী টোকিও বাংলাদেশ মিশন, প্রিটোরিয়া ও লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পাশাপাশি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন।
দাউদ আলী পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে কাজ করেছেন।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এনআই/ইএস)

মন্তব্য করুন