পরিবহনে বিদ্যানন্দের জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৯:১৭

করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত হয়েছে বাংলাদেশও। এ অবস্থায় ভাইরাসটির সংক্রমণ রোধে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন গণপরিবহন, নৌযান ও ট্রেনে যাত্রী ওঠার আগে জীবাণুনাশক স্প্রে শুরু করেছে। বাদ যাচ্ছে না মসজিদ ও বস্তির ঘর।

সংগঠনটি জানায়, গণপরিবহনে মানুষের আনাগোনা বেশি থাকে। এছাড়া ধর্মীয় স্থাপনা ও বস্তিতে প্রচুর লোক সমাগম হয়। ফলে এসব জায়গা থেকে করোনাভাইরাস সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণ রোধে প্রথম রাজধানীতে চলাচলকারী বাস, লেগুনায় তারা জীবাণুনাশক স্প্রে করেছে, যা অব্যাহত রয়েছে। এরপর লঞ্চ এবং রেলস্টেশনের প্লাটফর্ম ও ট্রেনেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হাবিবুর রহমান সম্রাট ঢাকা টাইমসকে জানান, জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের তিন দিনে প্রায় পাঁচ শতাধিক গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তিনি বলেন, ‘বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে জীবাণুনাশক ছিটিয়ে পরিবহনগুলোকে জীবাণুমুক্ত করতে আমরা চেষ্টা করছি। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমবে। ঢাকাসহ অন্যান্য বাস টার্মিনালে এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করার পরিকল্পনা আছে।’

বাস, লেগুনার পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালেও এ কার্যক্রম চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সদরঘাটে গিয়েছিলাম। সেখানে পল্টুনগুলো, ঘাটে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশতাধিক লঞ্চে আমরা জীবাণুনাশক স্প্রে করেছি।’

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে একই ধরনের কার্যক্রম চালানো হয়েছে জানিয়ে সম্রাট বলেন, ‘কমলাপুর রেল স্টেশনের দুইটি ট্রেন লাইন, দুইটি ট্রেন এবং ৫ টি প্লাটফর্মকে জীবাণুমুক্ত করতে আমরা কাজ করেছি। কমলাপুরে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

গণপরিবহনের পাশাপাশি কিছু ধর্মীয় স্থাপনা ও রাজধানীর কড়াই বস্তিতে একই কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। ঢাকার অন্যান্য বস্তিতে বসবাসকারী নাগরিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংগঠনটির দায়িত্বশীল পর্যায় থেকে জানানো হয়েছে।

এরই মধ্যে বিশ্বের ১৬৩টি দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রমণ করেছে। এসব দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৮৪ জন। আর এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৩১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৩৫ জন মানুষ।

বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। এদের মধ্যে একজন এরইমধ্যে মারা গেছেন।

ঢাকাটাইমস/২০মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :