করোনা: বড়লেখায় ব্যবসায়ীর মহানভুবতা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২১:৪৪

প্রতিটি মাস্ক ক্রয় করেছেন ৩৩ টাকা দরে, কিন্তু বিক্রি করছেন ২৫ টাকায়। প্রথম দফায় ১৮০০ মাস্ক বিক্রির পর, এবার দ্বিতীয় দফায় মাস্ক বিক্রি করছেন তিনি। করোনাভাইরাসের অজুহাতে যখন ব্যবসায়ীরা ২০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করছেন। তখন ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন বড়লেখা পৌরশহরের তালহা কালেকশনের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী সুলতান আহমদ খলিল।

এ বিষয়ে ব্যবসায়ী সুলতান আহমদ খলিল বলেন, মানবিক কারণে এই উদ্যোগ নিয়েছি। সারাবিশ্বে এখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও এই রোগ হানা দিয়েছে। এই রোগ থেকে বাঁচতে মাস্ক অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পরিস্থিতিতে মাস্কের চাহিদা বেড়েছে। এই সুযোগে অনেকে ব্যবসায়ী অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি- কেনা দাম থেকেও কম দামে মাস্ক বিক্রি করার। প্রথম ধাপে ১৮০০ মাস্ক ৪০ টাকা দরে ক্রয় করে ২০ টাকা দরে বিক্রি করেছি। মূল্য কম থাকায় মানুষজনও তা কিনছেন। মানুষজনের চাহিদা বেড়েছে দেখে আবারো ৩৩ টাকায় কিনে তা ২৫ টাকায় বিক্রি করছি। অনেককে আবার ফ্রি দিচ্ছি।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :