রাজমিস্ত্রির প্যান্ট ও শার্টের পকেটে মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২২:৫১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে ইয়াবাসহ এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্ট ও শার্টের পকেট থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাবের কাছে খবর আসে মাদকসহ এক বিক্রেতা বসিলা ব্রিজ এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় একজনকে মাদক বিক্রি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট ও শার্টের পকেট থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক জানিয়েছে, তিনি স্বল্প পরিমাণে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রি করে আসছিলেন। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি একবছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
উঠানের পানি নিষ্কাশন নিয়ে ভাগিনার হাতে মামা খুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা