অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বরিশালের প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৯:২৯

করোনার সংক্রামণ এড়াতে দেশজুড়ে ঘরবন্দি সব শ্রেণি পেশার মানুষ। এতে বিপাকে পড়েছে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। কারণ তাদের দিনের আয়ে দিন চলে। তাই এসব মানুষের জন্য সরকারে পক্ষ থেকে নেয়া হয়েছে কর্মসূচি। এরই অংশ হিসেবে প্রত্যেক জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

একইসঙ্গে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করছেন প্রশাসনের কর্মকর্তারা।

অন্যান্য এলাকার মতো বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় স্থানীয় প্রশাসন। প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু , দুই কেজি ডাল ও একটি সাবান তুলে দেয়া হয়।

বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের নির্দেশনায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

গত ২৬ মার্চ থেকে বরিশাল সদর উপজেলা থেকে জেলা প্রশাসক এ কার্যক্রম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকায় শনিবার চরবাড়িয়াতে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে খাবার। এমন কার্যক্রমে আপাতত কর্মহীন এসব মানুষও খুশি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, রেহানা বেগম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান ও চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং যতদিন প্রয়োজন এটি অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :