করোনা সন্দেহে এক পরিবারের পাঁচজনকে রংপুর মেডিকেলে স্থানান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৮:৫৫ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ০০:২৪

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার চিলারং ইউনিয়নে আড়াই বছরের এক শিশুসহ একই পরিবারের পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে তাদের সেখানে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রকিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার রাতে শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে ট্রেনে বাসায় ফেরেন সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের এক ব্যক্তি। বাসায় আসার পর তার শরীরে জ্বরের তীব্রতা আরও বেড়ে যায়। সেই সঙ্গে শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা শুরু হয়।

আক্রান্ত হওয়া ব্যক্তির বরাতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকা থেকে ফেরার আগে একটি পিকনিকে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। পরে তিনি জ্বরে আক্রান্ত হন। তাদের সংস্পর্শে আসায় আরও দুজন অসুস্থ হয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে শনিবার বিকালে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই পরিবারের পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে আইইডিসিআরের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনায় সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

তিনি আরও বলেন, ঢাকাফেরত ব্যক্তি গুরুতর অসুস্থ। তার দুই বছরের শিশু ও স্ত্রীর সর্দি-জ্বর রয়েছে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্বার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :