কিশোরগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে র‌্যাবের সচেতনতা কার্যক্রম

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:০১

কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে র‌্যাব। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় করোনা বিষয়ক নির্দেশনা, সতর্কতা ও প্রচারণামূলক র‌্যালিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে র‌্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্প। রবিবার দুপুরে র‌্যাবের উদ্যোগে জেলা শহরে একটি র‌্যালি বের করা হয়। ক্যাম্পের অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে করোনা সচেতনতার র‌্যালিটি আখরাবাজার ব্রিজ থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে থানা রোড সংলগ্ন একটি ফার্মেসির সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃত্ত সুরক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।

এর আগে শহরের বিভিন্ন পয়েন্টে স্থায়ীভাবে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। একই সঙ্গে লোকজনকে হাত ধুতে উৎসাহিত করে তারা। র‌্যাবের পক্ষ থেকে যশোদল, জাহাঙ্গীরের মোড় ও কালীবাড়ি মোড়ে হাত ধোয়ার বেসিন বসানো হয়। এ সময় র‌্যাবের একটি সুসজ্জিত দল মাইকে ভাইরাস থেকে রক্ষার উপায় জানিয়ে লোকজনকে সচেতন করেন। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়।

অধিনায়ক চন্দন দেবনাথ জানান, এ দুর্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই আমরাও মানুষের এই বিপদে পাশে থাকতে চাই।

(ঢাকাটাইমস/২৯মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :