ছিন্নমূলদের জন্য ডিএমপি কমিশনারের দেয়া খাবার বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৪:০৪| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৫:০৯
অ- অ+
মিরপুরের শাহআলী এলাকায় খাবার বিতরণ করছেন দারুসসালামের অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা আফরোজ লাকী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে ডিএমপির ৫০ থানায় প্রতিদিন ২৫০০ প্যাকেট খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ছিন্নমূল মানুষের মধ্যে এসব প্যাকেট বিতরণ করা হবে।

রবিবার দুপুর ১২ টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। খাবারের মধ্যে রয়েছে এক প্যাকেট খিচুরি, একটি ৫০০ এমএল পানির বোতল এবং একটি মাস্ক।

এ ব্যাপারে খোঁজ নিতে খিলগাঁও থানায় যোগাযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, আজ দুপুর ১২ টার দিকে আমাদের থানায় ৫০ প্যাকেট খাবার এসে পৌঁছেছে। খাবারের মধ্যে রয়েছে এক প্যাকেট খিচুরি একটি মাস্ক এবং এক বোতল পানি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমাদের থানা থেকে খাবারের জন্য ডিএমপিতে গেছেন। তবে খাবার এখনও এসে পৌছায়নি।

লালবাগ বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, খাবার আনার জন্য ডিএমপিতে গিয়েছে। অনেক জায়গায় খাবার এসে পৌঁছেছে আবার অনেক জায়গায় এখনো খাবার এসে পৌছায়নি। একজন সহকারী কমিশনারের (এসি) উপস্থিতিতে এ খাবার বিতরণ হবে।

ঢাকাটাইমস/২৯ মার্চ/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা