প্রেমিকের বাবার প্রশংসায় দিশা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১০:৪৫
অ- অ+

করোনা ভাইরাসের জেরে অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো সব ধরনের কাজ বন্ধ বলিউডেও। গোটা ভারতই বলতে গেলে লকডাউন। এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগে ‘রাধে’ ছবির শুটিং করছিলেন বলিউডের বর্তমান সময়ের তারকা অভিনেত্রী দিশা পাটনি।

প্রভু দেবা পরিচালিত এই ছবিতে দিশা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সুপারস্টার সালমান খানের সঙ্গে। আরও আছেন নায়িকার বর্তমান প্রেমিক অভিনেতা টাইগার শুফ্রের বাবা জ্যাকি শ্রফ। ছেলের সঙ্গে দিশার সম্পর্কের কথা তামাম বলিউডের মতো জ্যাকিরও অজানা নয়।

সেই কারণেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল জ্যাকির সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে। জবাবে জ্যাকির প্রশংসা করে দিশা বলেন, ‘টাইগারের চেয়ে উনি অনেক বেশি কুল। উনার মধ্যে একটা সোয়্যাগ রয়েছে, যেটা টাইগারের মধ্যে দেখিনি।’

তবে বাবা-ছেলের তুলনা করতে চান না দিশা। বলেন, ‘দুজনে আলাদা মানুষ। জেনারেশন গ্যাপ হলে যেটুকু তফাত হয়, সেটুকুই। যেমন আমার বাবা আর আমার মধ্যে রয়েছে।’

এদিকে ঘরবন্দি অবস্থায় টাইগারের সঙ্গে দেখা হচ্ছে না দিশার। তাই নায়িকা এখন বাড়িতে সুপারহিরো মুভি দেখতেই বেশি ব্যস্ত। এই ধরনের ছবি নাকি তার পছন্দ। সেই কারণেই অ্যাকশন ড্রামাতে আইক্যান্ডি চরিত্রেই বেশি দেখা যায় তাকে। দিশার মতে, সুপারহিরো মুভির কাল্পনিক দুনিয়ার মতো যদি তারও একটা জগত হতো, তাহলে মন্দ হত না।

ঢাকাটাইমস/৩০মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা