দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ক্লিনিক মালিক নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৪:৩৭| আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:৫৪
অ- অ+

যশোর রাজগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে ক্লিনিকের মালিক নুরুজ্জামাল গাজী (৪০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ওই সড়কের বাগেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন চৌকিদারের ছেলে এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মুনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি শহরের জেলরোডে বন্ধন হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারের মালিক।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে ডুমুরখালি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে যশোরে আসছিলেন। পথিমধ্যে যশোর রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা