কুমিল্লায় প্রবাসীর বিয়ে বন্ধ করল প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২১:১৯| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:২৫
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলায় এক প্রবাসীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিয়ে বন্ধ করে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলেছে। অথচ এ নির্দেশ অমান্য করে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মালেশিয়া ফেরত নাহিদ নামে এ প্রবাসী জনসমাগম করে বিয়ের আয়োজন করেছেন। তাই অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়েছে।

এদিকে একই দিন উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। এসময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করে সচেতনতামূলক নানা দিক নিদের্শনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে অংশ নেন- সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা

ঢাকাটাইমস/০২এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা