কুমিল্লায় প্রবাসীর বিয়ে বন্ধ করল প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২১:১৯| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:২৫
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলায় এক প্রবাসীর বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিয়ে বন্ধ করে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখতে বলেছে। অথচ এ নির্দেশ অমান্য করে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মালেশিয়া ফেরত নাহিদ নামে এ প্রবাসী জনসমাগম করে বিয়ের আয়োজন করেছেন। তাই অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়েছে।

এদিকে একই দিন উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। এসময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করে সচেতনতামূলক নানা দিক নিদের্শনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে অংশ নেন- সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা

ঢাকাটাইমস/০২এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের: কাদের গনি চৌধুরী
‘জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে’
শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা