তবলিগ নিয়ে টুইট, রোষের মুখে অপর্ণা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১১:৫৮
অ- অ+

দিল্লির নিজামুদ্দিন এলাকার তবলিগ জামাতকে ভারতে করোনাভাইরাস বৃদ্ধির জন্য সরাসরি দায়ী করে শনিবার টুইট করেন কলকাতার অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। ওই টুইটে তিনি নিজামউদ্দিনের তবলিগ জামাতকে ‘ক্রিমিন্যাল অ্যাক্ট’ বলে উল্লেখ করেন। পাশাপাশি সেখানে যারা অংশ নিয়েছিলেন, তাদের কঠোর শাস্তি দাবি করেন।

তিনি লেখেন, ‘জামাতের সম্মেলন শুধু মারাত্মক নয়, এটা ‘ক্রিমিন্যাল অ্যাক্ট’, সে কারণে এদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমি ধর্মনিরপেক্ষ আর উদারনীতিতে বিশ্বাস করি। কিন্তু এমন কাজকে সমর্থন করব না, যা আমার দেশের আইনের বিরুদ্ধে যায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, নাস্তিক, অজ্ঞেয়বাদী সকলের- ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।’

খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায় অপর্ণার এই টুইটটি। যা দেখে ক্ষোভে ফুঁসতে শুরু করেন নেটিজেনদের একাংশ। তারা বলেন, অপর্ণা সরাসরি সমস্যার গভীরে না গিয়ে শুধু মন্তব্য করে ‘মাঙ্কি ব্যালেন্সিং’ করছেন।’ কেউ আবার অপর্ণাকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু জামাত নিয়ে কথা বলে কী হবে? মন্দির বা রামনবমী নিয়ে বলছেন না কেন?’

অবশ্য পরে এই প্রশ্নেরও সরাসরি জবাব দেন অপর্ণা। তিনি বলেন, ‘আমি ধর্মীয়-অধর্মীয় যেকোনো ধরনের জমায়েত, যা থেকে সংক্রমণ ছড়াতে পারে তার বিরোধী। আমি শুধুমাত্র জামাতকেই দুষছি না। জামাতের জন্য তো সব মুসলিম সম্প্রদায়কে রোষের মুখে পড়তে হচ্ছে। এটাও ঠিক নয়।’

ঢাকাটাইমস/০৫এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা