চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৫৬| আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:২১
অ- অ+

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুকুর আলী নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

অভিযুক্ত শুকুর আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা।

এর আগে গত শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর মা ধর্ষণ মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি বোনের বাড়ি পাঁচুড়িয়া গ্রামে বেড়াতে যাওয়ার সুবাদে ওই স্কুলছাত্রীর সঙ্গে শুকুর আলীর পরিচয় হয়। এরপর নম্বর আদান-প্রদান হয় দু’জনের মধ্যে। মোবাইলে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর ওই স্কুলছাত্রী আবারো বোনের বাড়ি বেড়াতে গেলে গত ৩১ মার্চ রাত ৮টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের এক লিচু বাগানে ডেকে নিয়ে তাকে কয়েক দফা ধর্ষণ করে শুকুর আলী। পরে ওই ছাত্রী জানতে পারে শুকুর আলী বিবাহিত। এছাড়া তিনি বিয়ের কথা বললে তাকে বিয়ে করতেও অস্বীকার করেন অভিযুক্ত শুকুর আলী।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীর উদ্দিন জানান, ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা