করোনা নিয়ে গুজবের অভিযোগে আইনজীবী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২০:৫২
অ- অ+

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক আইনজীবী আবু বকর সিদ্দিককে একদিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

রবিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি করে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে গতকাল শনিবার সিআইডির সাইবার পুলিশের একটি দল অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুজব ছড়ানো ফেসবুক আইডির মালিক আবু বকর সিদ্দিককে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আটক করে। পেশায় আইনজীবী আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংক ও এনজিওর ছয় মাসের লোনের কিস্তি স্থগিত, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ-এসব পোস্ট করেন। এছাড়া তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। একইসঙ্গে আরও অনেক মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন বলে দাবি পুলিশ সদর দপ্তরের।

এজন্য তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে পুলিশ।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা