ঝালকাঠিতে একই পরিবারে তিনজন করোনা রোগী

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২০:১৬| আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:১৮
অ- অ+

ঝালকাঠিতে একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছে। শনিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ে এ তথ্য জানানো হয়।

এর প্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তারা তিনজনই বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। ঝালকাঠিতে এ পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৬ জনের নেগেটিভ ও তিনজনের পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার।

এদিকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রবেশ করা ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। এখন ঝালকাঠি জেলায় ৭৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে ঝালকাঠি জেলায় ১৬৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা