চিকিৎসক-নার্সদের ভালোবাসা জানালো ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১২:২৪
অ- অ+

করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং মেডিকেল ওয়াকার্সদের ভালোবাসা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। মহামারীতে দিনরাত এক করে তারা সেবা করছেন করোনা রোগীদের, সুস্থ করছেন বা সুস্থ রাখার চেষ্টা করছেন।

সেই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এবার একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল। ডুডলে হার্ট ইমোজি দিয়ে।

এভাবেই পৃথিবীর দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের সংস্থার কুর্নিশ। কারণ, সেবা ধর্মে দিক্ষীত এই মানুষগুলো কিন্তু নিজেদের প্রাণ সংশয়ের কথা একবারের জন্যেও এই সময়ে ভাবছেন না।

যদিও নিঃস্বার্থ কাজ সত্ত্বেও, অনেক স্বাস্থ্যসেবা কর্মী ভাইরাসের বাহক হওয়ার অভিযোগে নির্যাতন ও সামাজিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এমন সময়ে গুগল একাধিক ডুডল বানিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মনোবল বাড়িয়ে তুলছে। নতুন ডুডলে গুগল মানব সমাজের হয়ে প্রশংসা ও সম্মান জানিয়েছে তাদের।

গুগল লিখেছে, "কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।’

এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ
উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত
র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা